ডার্বি ম্যাচের আগে থেকেই চাপ বাড়ছিল আলেয়ান্দ্রো মেনেন্দেজের উপরে। তাঁর সিদ্ধান্তে খুশি ছিলেন না ক্লাবকর্তারা। রবিবাসরীয় ডার্বিতে মোহনবাগান ম্যাচ ছিল তাঁর কাছে লাইফলাইন। সবুজ-মেরুনকে হারাতে পারলে চাপমুক্ত হতে পারতেন সমর্থকদের বড় প্রিয় ‘আলে স্যর’। রবিবাসরীয় ডার্বিতে মোহনবাগান মাটি ধরায় ইস্টবেঙ্গলকে। দেওয়ালে পিঠ ঠেকে যায় মেনেন্দেজের। মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছাড়লেন তিনি।মেনেন্দেজ সরে যাওয়ায় মাঝ মরসুমে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। আই লিগে এখনও ১৩টি ম্যাচ বাকি রয়েছে হাইমে কোলাডোদের। লিগ দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে নতুন হেড কোচ নিয়ে আসাও কঠিন। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, নতুন হেড কোচ না আসা পর্যন্ত সহকারী কোচরাই কোচিং করবেন। চলতি মরসুমে প্রিয় ক্লাবের দল নির্বাচন সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। স্ট্রাইকার মার্কোস এসপাড়া প্রতিটি ম্যাচে ব্যর্থ হয়েছেন। ক্লাব কর্তারা দল পরিবর্তন করার কথা বার বার বললেও মেনেন্দেজ তাঁদের কথা শোনেননি। মার্কোসের উপরেই আস্থা রেখে গিয়েছেন। ছেলের অসুস্থতার জন্য বোরহা গোমেজ ফিরে গিয়েছেন স্পেনে। ডিফেন্সে প্লেয়ার দরকার লাল-হলুদের। সেই জায়গায় বড় ম্যাচের আগে তিনি আনেন সহকারী কোচ। ডার্বিতে হারের পরেও দম্ভ করে তাঁকে বলতে শোনা যায়, ইস্টবেঙ্গল ক্লাবকে দারুণ এক উচ্চতায় তিনি নিয়ে গিয়েছেন। ক্লাবকর্তারা তাঁর এমন মন্তব্য ভাল ভাবে নেননি। দেওয়াল লিখন পড়ে ফেলেছিলেন তিনি। তাই মঙ্গলবারই জানিয়ে দিলেন, ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়াচ্ছেন।
টানা হারের পর থেকেই চাপ বাড়ছিল, ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আলেহান্দ্রো



RELATED ARTICLES
ফাইনালের আগে শেফালীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন হরমনপ্রীত?
দ্য ব্রিজ ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়া যেখানে নিজেদের খেতাব রক্ষা করতে নামছে, সেখানে ভারত যদি...
আই লিগঃ ড্যানিয়েলের সুস্থতায় স্বস্তি বাগানে
দ্য ব্রিজ ডেস্কঃ আইজল এফসি-র বিরুদ্ধে ড্যানিয়েল সাইরাসকে খেলাতে চান কিবু ভিকুনা। চোটের জন্য ত্রিনিদাদ ও টোব্যাগোর দীর্ঘদেহী স্টপার শেষ দু’টি ম্যাচ মাঠে নামতে...
ক্লাব ফুটবলে বিদেশি না কমালে সুনীলের উত্তরসূরী পাওয়া যাবে নাঃ স্টিমাচ
ক্লাব ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে সুনীল ছেত্রীর উত্তরসূরি তুলে আনা যাবে না। ধারণা ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের।
শুক্রবার মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে...
ফাইনালের আগে ভারতীয় মহিলা দলের ওপেনারদের ভয়ে কাঁপছেন অজি বোলাররা
দ্য ব্রিজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার আছে বেধড়ক মার খেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান...
আই লিগঃ ক্রোমাকে শেষমেষ ছেড়েই দিল ইস্টবেঙ্গল
দ্য ব্রিজ ডেস্কঃ ক্রোমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা আসার কথা জানার দিন থেকেই আশঙ্কা ছিল যে কোয়েস হয়ত অন্সুমানা...
মোহনবাগান প্রিয় দল বলেই গোল করে উৎসব করেননি কাতসুমি
ম্যাচের পর সারা মাঠ ঘুরে বেড়ালেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। জাপানি স্টাইলে তাদের সামনে দাঁড়িয়ে কুর্নিশও করলেন। কিন্তু তার বেশি নয়। ২০১৫-র আই লিগ...