অশোকচক্র আঁকা জাতীয় দলের ১০ নম্বর জার্সি তাঁর গায়ে নেই। রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের দেওয়া সাদা শার্ট আর খাকি ট্রাউজার্স। শার্টের উপরে কমলা রঙের লাইফ জ্যাকেট আর মাথায় সিভিল ডিফেন্স লেখা সাদা টুপি! বেচাল দেখলেই ছুটে যাচ্ছেন লাঠি হাতে। কয়েক মাস আগেই কবাডি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য বছর আঠাশের সঙ্গীতা মণ্ডল এ বারের গঙ্গাসাগর মেলার সিভিল ডিফেন্স কর্মী। পাবেন প্রতিদিন ৫২৮ টাকা। জলের দিকে ছুটতে থাকা একটি শিশুকে মায়ের হাতে ফিরিয়ে সঙ্গীতা বললেন, “বাংলার কবাডি দল এখন অন্ধ্রপ্রদেশে। আমি যাইনি। রাগ করেই যাইনি। যাব কেন? বিশ্বকাপ জেতা মেয়ের চাকরি হয় না এ রাজ্যে। কয়েকটা টাকা তো পাব, ভেবে এখানে চলে এসেছি। যত কমই হোক, খেলতে গেলে এই টাকাটাও তো পেতাম না। তা ছাড়া কোনও কাজই ছোট নয়।” ভক্তদের কোলাহল, মাইকের অনর্গল ঘোষণাও চাপা দিতে পারে না সাত বার সিনিয়র ন্যাশনাল খেলা মেয়ের কেঁপে ওঠা গলায় বলা কথাটা। মালয়েশিয়ায় শেষতম কবাডি বিশ্বকাপ হয় ২০১৯ সালের ২০-২৮ জুলাই। ‘লেফট কভার’ বা ‘লেফট লাইন’ পজিশনে খেলতে স্বচ্ছন্দ সঙ্গীতা। ২০১৭ সাল থেকে বেঙ্গালুরু, মাদুরাই ও চেন্নাইয়ে তিন দফার ক্যাম্পে পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে ডাক পান রায়দিঘি মথুরাপুরের এই মেয়ে। সেমিফাইনালে হংকংকে ভাল ব্যবধানে হারায় ভারত। ফাইনালে তাইওয়ানকেও কার্যত উড়িয়ে দেন সঙ্গীতারা। মোবাইলে জাতীয় পতাকা, বিশ্বকাপ হাতে নিজের সে-দিনের ছবি দেখাতে দেখাতে সঙ্গীতা বলেন, “ওই দিনটার পরে মনে হয়েছিল, এ বার বুঝি জীবনে ভাল কিছু হবে। একটা চাকরি হবে। কিন্তু কিছুই তো বদলাল না!” ২০০৪ সালে মারা যান সঙ্গীতার বাবা মাধাই মণ্ডল। মা, বোন আর ভাইয়ের সংসারে তাঁর উপরে এখন অনেক দায়িত্ব। শাড়িতে পাড় বসিয়ে আর ঠোঙা বানিয়ে চলে সংসার। মা, বোনের সঙ্গে ওই কাজে হাত লাগাতে হয় তাঁকেও। তার সঙ্গেই চলে খেপ খেলা। সঙ্গীতার কথায়, “মেদিনীপুর থেকে খুব ডাক আসে। মেদিনীপুরের খেপই তো বংলার কবাডি খেলোয়াড়দের বাঁচিয়ে রেখেছে। তবে তাতে যে-টাকা আসে, তাতেসংসার চলে না। তাই কাজের জন্য গঙ্গাসাগর মেলায় আসতে হয়েছে। এখানে কাজ করব বলে আলিপুরের ক্যাম্পে গিয়ে প্রশিক্ষণও নিয়ে এসেছি।”
কবাডি বিশ্বকাপ জেতা সঙ্গীতা এখন গঙ্গাসাগরে হোমগার্ড
২০১৭ সাল থেকে বেঙ্গালুরু, মাদুরাই ও চেন্নাইয়ে তিন দফার ক্যাম্পে পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে ডাক পান রায়দিঘি মথুরাপুরের এই মেয়ে। সেমিফাইনালে হংকংকে ভাল ব্যবধানে হারায় ভারত। ফাইনালে তাইওয়ানকেও কার্যত উড়িয়ে দেন সঙ্গীতারা।



RELATED ARTICLES
ফাইনালের আগে শেফালীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন হরমনপ্রীত?
দ্য ব্রিজ ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়া যেখানে নিজেদের খেতাব রক্ষা করতে নামছে, সেখানে ভারত যদি...
আই লিগঃ ড্যানিয়েলের সুস্থতায় স্বস্তি বাগানে
দ্য ব্রিজ ডেস্কঃ আইজল এফসি-র বিরুদ্ধে ড্যানিয়েল সাইরাসকে খেলাতে চান কিবু ভিকুনা। চোটের জন্য ত্রিনিদাদ ও টোব্যাগোর দীর্ঘদেহী স্টপার শেষ দু’টি ম্যাচ মাঠে নামতে...
ক্লাব ফুটবলে বিদেশি না কমালে সুনীলের উত্তরসূরী পাওয়া যাবে নাঃ স্টিমাচ
ক্লাব ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে সুনীল ছেত্রীর উত্তরসূরি তুলে আনা যাবে না। ধারণা ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের।
শুক্রবার মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে...
ফাইনালের আগে ভারতীয় মহিলা দলের ওপেনারদের ভয়ে কাঁপছেন অজি বোলাররা
দ্য ব্রিজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার আছে বেধড়ক মার খেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান...
আই লিগঃ ক্রোমাকে শেষমেষ ছেড়েই দিল ইস্টবেঙ্গল
দ্য ব্রিজ ডেস্কঃ ক্রোমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা আসার কথা জানার দিন থেকেই আশঙ্কা ছিল যে কোয়েস হয়ত অন্সুমানা...
মোহনবাগান প্রিয় দল বলেই গোল করে উৎসব করেননি কাতসুমি
ম্যাচের পর সারা মাঠ ঘুরে বেড়ালেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। জাপানি স্টাইলে তাদের সামনে দাঁড়িয়ে কুর্নিশও করলেন। কিন্তু তার বেশি নয়। ২০১৫-র আই লিগ...