করোনাভাইরাস নিয়ে যখন আতঙ্ক ক্রমে বাড়ছে, তখন মানুষকে সতর্ক করলেন টেনিস সেনসেশন সানিয়া মির্জা। ভক্তদের জন্য একটি ভিডিয়ো বার্তায় তিনি বললেন, উপসর্গ দেখা দিলে, যে গুলি করা উচিত, তা যেন সবাই মেনে চলেন। জনসচেতনা গড়ে তুলতে সানিয়া যে ভিডিয়ো বার্তাটি দিয়েছেন তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আপনারা জানেন দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। এর প্রাদুর্ভাব ঘটেছে চিনে আর রাষ্ট্রপুঞ্জের কথা অনুযায়ী এই রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমাদের আগাম ব্যবস্থা নিতে হবে। সর্দি-কাশি, জ্বরের মতো কিছু উপসর্গ রয়েছে, যদি মনে করেন সেই উপসর্গ আপনার রয়েছে, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।’ সানিয়া আরও বলেন, ‘একটি হেল্পলাইন (১০৪)ও রয়েছে, সেখানেও ফোন করতে পারেন। নিয়মিত হাত ধুয়ে ফেলুন, উপসর্গগুলি আপনার দেখা দিলে ১৪ দিন নিজেকে আইসোলেশনে রাখুন।’ ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধুও জনসচেতনায় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে মনে করলেই মানুষের উচিত অবিলম্বে হেল্পলাইনে ফোন করা। বৃহস্পতিবার রাজ্যসভায় করোনা পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৯। এঁদের মধ্যে কেরালার তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লিতে আরও একজনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। সম্প্রতি তাঁর ইতালি যাওয়ার রেকর্ড রয়েছে। আমি রোজ পরিস্থিতি খতিয়ে দেখছি। একটি মন্ত্রিগোষ্ঠীও নজরদারি চালাচ্ছে। পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।’ ৪ মার্চ পর্যন্ত ৬,১১,১৭৬ জনকে স্ক্রিনিং করা হয়েছে বলেও রাজ্যসভায় জানিয়েছেন হর্ষ বর্ধন। ‘হু’ করোনা বিশ্বব্যাপী মহামারীর তকমা না-দিলেও সব দেশকে তৈরি থাকতে বলেছে। ভারত সেই ১৭ জানুয়ারি থেকেই নিজস্ব স্তরে নিজেদেরকে তৈরি রেখেছে বলেও জানিয়েছেন তিনি।
করোনাভাইরাস নিয়ে বিশেষ উদ্যোগ সনিয়া মির্জার



RELATED ARTICLES
ফাইনালের আগে শেফালীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন হরমনপ্রীত?
দ্য ব্রিজ ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়া যেখানে নিজেদের খেতাব রক্ষা করতে নামছে, সেখানে ভারত যদি...
আই লিগঃ ড্যানিয়েলের সুস্থতায় স্বস্তি বাগানে
দ্য ব্রিজ ডেস্কঃ আইজল এফসি-র বিরুদ্ধে ড্যানিয়েল সাইরাসকে খেলাতে চান কিবু ভিকুনা। চোটের জন্য ত্রিনিদাদ ও টোব্যাগোর দীর্ঘদেহী স্টপার শেষ দু’টি ম্যাচ মাঠে নামতে...
ক্লাব ফুটবলে বিদেশি না কমালে সুনীলের উত্তরসূরী পাওয়া যাবে নাঃ স্টিমাচ
ক্লাব ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে সুনীল ছেত্রীর উত্তরসূরি তুলে আনা যাবে না। ধারণা ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের।
শুক্রবার মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে...
ফাইনালের আগে ভারতীয় মহিলা দলের ওপেনারদের ভয়ে কাঁপছেন অজি বোলাররা
দ্য ব্রিজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার আছে বেধড়ক মার খেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান...
আই লিগঃ ক্রোমাকে শেষমেষ ছেড়েই দিল ইস্টবেঙ্গল
দ্য ব্রিজ ডেস্কঃ ক্রোমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা আসার কথা জানার দিন থেকেই আশঙ্কা ছিল যে কোয়েস হয়ত অন্সুমানা...
মোহনবাগান প্রিয় দল বলেই গোল করে উৎসব করেননি কাতসুমি
ম্যাচের পর সারা মাঠ ঘুরে বেড়ালেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। জাপানি স্টাইলে তাদের সামনে দাঁড়িয়ে কুর্নিশও করলেন। কিন্তু তার বেশি নয়। ২০১৫-র আই লিগ...