দ্য ব্রিজ ডেস্কঃ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ২-১ গোলে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ওড়িশা এফসি ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখলো। শুক্রবারে এই হাড্ডাহাড্ডি ম্যাচে পিছিয়ে পড়েও ঘরের মাঠে দর্শকদের সামনে জয় ছিনিয়ে নেয় ওড়িশা।



প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় নর্থইস্টকে গোল করে এগিয়ে দেন মার্টিন চাভেজ। ম্যাচের প্রথমার্ধে ওড়িশা অনেকগুলি সুযোগ তৈরি করলেও তা থেকে গোল করতে তারা ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘরের মাঠের টিমের অতিরিক্ত চাপ আর ধরে রাখতে পারেনি নর্থইস্ট। ৪৬ মিনিটে গোল করে ওড়িশার হয়ে সমতা ফেরান ম্যানুয়েল ওনু, এরপর ওড়িশা নিজেদের খেলার ঝাঁঝ আরো বাড়ায়, তার ফলস্বরূপ শেষমেষ ৭২ মিনিটের মাথায় আবার গোল পায় ওড়িশা। এরপর আর গোল করতে পারেনি নর্থইস্ট, এবং ম্যাচটিতে জয়লাভ করে ওড়িশা এফসি।
এই জয়ের ফলে লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল ওড়িশা, অন্যদিকে লিগে নিজেদের খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ব্যর্থ নর্থ-ইস্ট।