দ্য ব্রিজ ডেস্কঃ ২০১৯-২০ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে ৫ গোলের মালা পড়ালো হায়দ্রাবাদ এফসি। বৃহস্পতিবার গুয়াহাটিতে ৫-১ গোলে জয় লাভ করল তারা। গোটা মরসুমটা খারাপ কাটলেও, শেষটা এই জয় দিয়ে বেশ ভালই করল হায়দ্রাবাদের এই ফ্রাঞ্চাইজি দলটি।
হায়দ্রাবাদের হয়ে গোল করেন লিস্টন কোলাসো (১২, ৪১ মিনিট), মার্সেলিনহো (১৩, ৮৮ মিনিট) এবং মহম্মদ ইয়াসির (৫৫ মিনিট)। এটি ছিল হায়দ্রাবাদের এই মরসুমের দ্বিতীয় জয়। রাজীব গান্ধী স্টেডিয়ামে ঘরের মাঠের দলের হয়ে ৩৫ মিনিটে একটি মাত্র গোল করেন অ্যান্ড্রু কেয়োঘ। এই ম্যাচের পরে ১৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম নিচে শেষ করল হায়দ্রাবাদ এফসি। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতে ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রইল পাহাড়ের এই দলটি। হায়দ্রাবাদের ৩ পয়েন্ট দরকার ছিল আইএসএলের ইতিহাসে সর্বনিম্ন পয়েন্ট না পাওয়া দল হিসেবে শেষ করতে এবং ম্যাচের প্রথম থেকেই তারা একটি প্রতিজ্ঞাবদ্ধ দল লাগে।