দ্য ব্রিজ ডেস্কঃ সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিযু সবাইকে জানান যে বর্তমানে মোট ৬২৭ জন ক্রীড়াবিদ যারা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে পদক দিয়েছেন, তাদেরকে কেন্দ্রীয় সরকারের পেনশন স্কিমে প্রতি মাসে পেনশন দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব ভারতীয় ক্রীড়াবিদ দেশকে পদক দিয়েছেন, তাদের মধ্যে প্যারা অলিম্পিয়ান রয়েছেন, তারা আজীবন পেনশন পাবেন। এই পেনশন তারা অবসর নেওয়ার পরে পাবেন অথবা ৩০ বছর বয়স হলে পাবেন।
একটি প্রশ্নের উত্তরে রিজিযু জানান,” ১২০০০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন, দেওয়া ইতিমধ্যেই শুরু করেছে ভারত সরকার। যারা দেশের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পদক জিতেছেন, তাদেরকে এই পেনশন দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রগুলি হলো অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ।”
পাশাপাশি মন্ত্রী মহাশয় জানান, সরকার খারাপ সময়ের মধ্যে দিয়ে চলা ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়াও তিনি বলেন যেসব ক্রীড়াবিদদের চিকিৎসা সংক্রান্ত খরচ লাগছে, তারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাতীয় কল্যাণ তহবিলের তরফ থেকে সহায়তা পাবেন।