রবিবাসরীয় যুবভারতীতে ডার্বি শেষ হওয়ার মিনিট পনেরো পরেও গ্যালারিতে দু’হাতে মুখ ঢেকে বসেছিলেন ইস্টবেঙ্গলের এক তরুণ সমর্থক। কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘‘আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এ বারও পূর্ণ হবে না। ঠিক মতো দলই তো গড়া হয়নি এই মরসুমে। মার্কোস, ক্রেসপির মতো নিম্নমানের বিদেশিদের নিয়ে ট্রফি জেতার স্বপ্ন দেখাই অপরাধ।’’ সাত ম্যাচে চার গোল করলেও ইস্টবেঙ্গল সমর্থকেরা একেবারেই খুশি নন মার্কোসকে নিয়ে। ইতিমধ্যেই তাঁর জায়গায় নতুন বিদেশি স্ট্রাইকারকে আনার দাবিতে সরব। হতাশ মার্কোস বলছেন, ‘‘গোল করার জন্য পর্যাপ্ত পাস পাচ্ছি কোথায়?’’ বিধ্বস্ত খাইমে সান্তোস কোলাদো, খুয়ান মেরা গঞ্জালেসও। মোহনবাগানের ডিফেন্ডার ধনচন্দ্র সিংহের সঙ্গে সংঘর্ষে ম্যাচের ২৫ মিনিটে মাথা ফেটে গিয়েছিল কোলাদোর। ব্যান্ডেজ বেঁধেই পুরো ম্যাচ খেলেন তিনি। আর স্পেনীয় মেরার দুরন্ত শট ক্রসবারে লেগে ফেরে। স্টেডিয়াম ছাড়ার সময় বলছিলেন, ‘‘একেই বলে দুর্ভাগ্য। এই ম্যাচটা জিততেও পারতাম।’’ রবিবাসরীয় ডার্বিতে গোল করেছেন মার্কোস। কোচও তাঁর পাশে। তা সত্ত্বেও লাল-হলুদ শিবিরে স্পেনীয় স্ট্রাইকারের ভবিষ্যৎ একেবারেই সুরক্ষিত নয়। আগামী মঙ্গলবার কলকাতায় বিনিয়োগকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসার কথা ইস্টবেঙ্গল কর্তাদের। কোচ আলেসান্দ্রোও সেখানে থাকবেন। সেখানেই নতুন ফুটবলার নেওয়া নিয়ে আলোচনা হবে। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা বলছিলেন, ‘‘রক্ষণ থেকে আক্রমণ— সব বিভাগেই তো ফুটবলার পরিবর্তন দরকার। মঙ্গলবারের বৈঠকেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভবনা রয়েছে।’’ ইস্টবেঙ্গলের খেলা দেখে হতাশ কেভিন স্মিথও! ডার্বির আকর্ষণেই আয়ারল্যান্ড থেকে কলকাতায় এসেছেন তিনি। রবিবার যুবভারতীর গ্যালারিতে বসেছিলেন মোহনবাগান অন্তপ্রাণ আবু শর্মার পাশে। অভিভূত কেভিন বলেছিলেন, ‘‘ভারতে ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা এই স্তরে পৌঁছতে পারে, কোনও ধারণা ছিল না। তবে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল তো সে ভাবে লড়াই করতেই পারল না।’’
মার্কোসকে ঘিরে সমর্থকদের ক্ষোভ বাড়ছে লাল-হলুদে



RELATED ARTICLES
ফাইনালের আগে শেফালীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন হরমনপ্রীত?
দ্য ব্রিজ ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়া যেখানে নিজেদের খেতাব রক্ষা করতে নামছে, সেখানে ভারত যদি...
আই লিগঃ ড্যানিয়েলের সুস্থতায় স্বস্তি বাগানে
দ্য ব্রিজ ডেস্কঃ আইজল এফসি-র বিরুদ্ধে ড্যানিয়েল সাইরাসকে খেলাতে চান কিবু ভিকুনা। চোটের জন্য ত্রিনিদাদ ও টোব্যাগোর দীর্ঘদেহী স্টপার শেষ দু’টি ম্যাচ মাঠে নামতে...
ক্লাব ফুটবলে বিদেশি না কমালে সুনীলের উত্তরসূরী পাওয়া যাবে নাঃ স্টিমাচ
ক্লাব ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে সুনীল ছেত্রীর উত্তরসূরি তুলে আনা যাবে না। ধারণা ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের।
শুক্রবার মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে...
ফাইনালের আগে ভারতীয় মহিলা দলের ওপেনারদের ভয়ে কাঁপছেন অজি বোলাররা
দ্য ব্রিজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার আছে বেধড়ক মার খেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান...
আই লিগঃ ক্রোমাকে শেষমেষ ছেড়েই দিল ইস্টবেঙ্গল
দ্য ব্রিজ ডেস্কঃ ক্রোমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা আসার কথা জানার দিন থেকেই আশঙ্কা ছিল যে কোয়েস হয়ত অন্সুমানা...
মোহনবাগান প্রিয় দল বলেই গোল করে উৎসব করেননি কাতসুমি
ম্যাচের পর সারা মাঠ ঘুরে বেড়ালেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। জাপানি স্টাইলে তাদের সামনে দাঁড়িয়ে কুর্নিশও করলেন। কিন্তু তার বেশি নয়। ২০১৫-র আই লিগ...