দ্য ব্রিজ ডেস্কঃ ভারতের তরুণ টেনিস খেলোয়াড় অঙ্কিতা রায়না জিতেই চলেছেন। শনিবার অঙ্কিতা তার ডাচ সঙ্গিনী বিবিয়ান স্কুফকে সঙ্গে নিয়ে চীনের জাই-কি কাম ও জাপানের মিয়াবি ইনোউ জুটিকে ৬-৩, ৩-৬, ১০-৭ ফলে হারিয়ে থাইল্যান্ডের ২৫ হাজার ডলার আইটিএফ টুর্নামেন্টে জিতলেন।



যদিও এই জয়ের জন্য ইন্দো-ডাচ জুটিকে প্রচন্ড লড়তে হয়। প্রথম দুটি সেটে মীমাংসা না হওয়ায় শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ায়। অঙ্কিতা ও স্কুফ জুটি প্রথম দুটি সেটে নয়টি গেম জেতেন, তারা মোট ৬০ পয়েন্ট যেতে ও তাদের প্রতিপক্ষরা পান ৫২ পয়েন্ট।
এটি অঙ্কিতার পরপর দুই সপ্তাহে দুটি খেতাব জয়। গত সপ্তাহে তিনি নোথাবুরিতে অনুষ্ঠিত ২৫ হাজার ডলার আইটিএফ থাইল্যান্ড ০১এ টুর্নামেন্টে সিঙ্গেলস ও ডবলস বিভাগে জেতেন। গতকাল অঙ্কিতা ও স্কুফ জুটি ফাইনালে ওঠেন কারন তাদের প্রতিপক্ষ রোমানিয়ার নিকোলেটা ও সুইজারল্যান্ডের সিমিওনা জুটি সেমিফাইনালের প্রথম সেট খেলতে খেলতেই চোটের কারণে সরে দাঁড়ান। সে সময় ভারত-ডাচ জুটি ৪-১ ফলাফলে এগিয়ে ছিল।