মহিলাদের ঘরোয়া ক্রিকেটে বিরল নজির। ইনিংসে ১০ উইকেট পেলেন কাশভি গৌতম। মহিলাদের অনূর্ধ্ব ১৯ একদিনের ক্রিকেটে খেলা ছিল চন্ডীগড় ও অরুণাচল প্রদেশের। কেএসআরএম কলেজ গ্রাউন্ডে ইতিহাসে নাম তুলে ফেললেন চন্ডীগড়ের অধিনায়ক কাশভি। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ১৮৬ তুলেছিল চন্ডীগড়। ব্যাট হাতেও উজ্জ্বল তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ করেন তিনি। এরপর বল হাতে কামাল দেখালেন। অরুণাচল প্রদেশের ইনিংস শুরু হওয়ার পর মাত্র ২৯ বল করেছেন কাশভি। তারমধ্যে ৬টি বল উইকেটের সামান্য বাইরে ছিল। বাকি ২৩ বলের মধ্যেই ১০ উইকেট পেয়েছেন কাশভি। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে মাত্র ২৫ রানেই অলআউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। ম্যাচটি চন্ডীগড় জিতে নেয় ১৬১ রানে। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই তিন ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন কাশভি। জম্ম–কাশ্মীরের বিরুদ্ধে নিয়েছিলেন সাত উইকেট।দিল্লি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। একাই পাক ব্যাটিংয়ে ধসিয়ে দিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে কিন্তু অনন্য নজির গড়ে ফেললেন কাশভি। কাশভিকে নিয়ে উচ্ছ্বসিত চণ্ডীগড়ের কোচ খ্যাতি গুলানি। তিনিও জাতীয় পর্যায়ের প্রাক্তন ক্রিকেটার ছিলেন। বলেছেন, “অসাধারণ ধারাবাহিকতায় বল করেছে কাশভি। একটার পর একটা উইকেট নেওয়ার সময় আমিও প্যাভেলিয়নে বসে উত্তেজিত হয়ে পড়ছিলাম। ভাবতে পারিনি যে পুরো দশ উইকেটই ও শেষপর্যন্ত নেবে।”
মহিলাদের ঘরোয়া ক্রিকেটেও ‘কুম্বলে’ হলেন কাশভি



RELATED ARTICLES
ফাইনালের আগে শেফালীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন হরমনপ্রীত?
দ্য ব্রিজ ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়া যেখানে নিজেদের খেতাব রক্ষা করতে নামছে, সেখানে ভারত যদি...
আই লিগঃ ড্যানিয়েলের সুস্থতায় স্বস্তি বাগানে
দ্য ব্রিজ ডেস্কঃ আইজল এফসি-র বিরুদ্ধে ড্যানিয়েল সাইরাসকে খেলাতে চান কিবু ভিকুনা। চোটের জন্য ত্রিনিদাদ ও টোব্যাগোর দীর্ঘদেহী স্টপার শেষ দু’টি ম্যাচ মাঠে নামতে...
ক্লাব ফুটবলে বিদেশি না কমালে সুনীলের উত্তরসূরী পাওয়া যাবে নাঃ স্টিমাচ
ক্লাব ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে সুনীল ছেত্রীর উত্তরসূরি তুলে আনা যাবে না। ধারণা ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের।
শুক্রবার মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে...
ফাইনালের আগে ভারতীয় মহিলা দলের ওপেনারদের ভয়ে কাঁপছেন অজি বোলাররা
দ্য ব্রিজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার আছে বেধড়ক মার খেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান...
আই লিগঃ ক্রোমাকে শেষমেষ ছেড়েই দিল ইস্টবেঙ্গল
দ্য ব্রিজ ডেস্কঃ ক্রোমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা আসার কথা জানার দিন থেকেই আশঙ্কা ছিল যে কোয়েস হয়ত অন্সুমানা...
মোহনবাগান প্রিয় দল বলেই গোল করে উৎসব করেননি কাতসুমি
ম্যাচের পর সারা মাঠ ঘুরে বেড়ালেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। জাপানি স্টাইলে তাদের সামনে দাঁড়িয়ে কুর্নিশও করলেন। কিন্তু তার বেশি নয়। ২০১৫-র আই লিগ...