ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য অলিম্পিক্স যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় নামবেন ভারতীয় মহিলা বক্সার সিমরনজিত কৌর। তিনি অংশ নেবেন ৬০ কেজি বিভাগে। ইতিমধ্যেই ২০১৮ ওয়র্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন সিমরন। অথচ বহু চেষ্টা করেও পাচ্ছেন না একটি সরকারি চাকরি। বাবা রেশন দোকানে কাজ করে মাসে ৪০০০ হাজার টাকা বেতন পেতেন। তাঁর মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। মা, বড় দিদি এবং দুই ছোট ভাই নিয়ে সংসার। বড় দিদি বিএসএফ-এ চাকরি করলেও বিয়ের পর এখন স্বামীর সঙ্গে থাকেন। ফলে রোজগেরে সদস্য বলতে সিমরনই একা। পাঞ্জাব সরকারের বহু দফতরে তদ্বির করেও মেলেনি চাকরি। এদিকে সামনেই টোকিয়ো অলিম্পিক্স।এমতাবস্থায় এগিয়ে এসেছিলেন ক্রিকেটার হরভজন সিং। তিনি টুইট করে সিমরনজিতের বিষয়টি সবার নজরে আনেন। এরপর ‘আজ তক’ এবং ‘ইন্ডিয়া টুডে’র সিনিয়র এগজিকিউটিভ এডিটর বিক্রান্ত গুপ্তা সিমরনকে ট্যাগ করে ফের সাহায্যের আবেদন জানান। বিক্রান্ত লেখেন, ‘টোকিয়ো অলিম্পিক্সে ভারত পদকের আশায় বসে আছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কমপক্ষে এই খেলোয়াড়টির প্রয়োজনের দিকে নজর দিন।’ এর সঙ্গেই মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকেও ট্যাগ করে দেন বিক্রান্ত। এরপরেই মুখ্যমন্ত্রী সিমরনজিতকে ট্যাগ করে লেখেন, ‘কোনও কিছুর চিন্তা কোরো না। আগামী অলম্পিক্সের দিকে ফোকাস করো। আমি ক্রীড়াসচিবকে যা করার করতে বলে দিয়েছি। এরই সঙ্গে যাঁরা বিষয়টি তুলে ধরেছেন তাঁদের ধন্যবাদ দিতে চাই।’
আন্তর্জাতিক পদক পাওয়া বক্সারের চাকরি নেই, এগিয়ে এলেন ক্রীড়ামন্ত্রী
ইতিমধ্যেই ২০১৮ ওয়র্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন সিমরন। অথচ বহু চেষ্টা করেও পাচ্ছেন না একটি সরকারি চাকরি।



RELATED ARTICLES
ফাইনালের আগে শেফালীকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন হরমনপ্রীত?
দ্য ব্রিজ ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়া যেখানে নিজেদের খেতাব রক্ষা করতে নামছে, সেখানে ভারত যদি...
আই লিগঃ ড্যানিয়েলের সুস্থতায় স্বস্তি বাগানে
দ্য ব্রিজ ডেস্কঃ আইজল এফসি-র বিরুদ্ধে ড্যানিয়েল সাইরাসকে খেলাতে চান কিবু ভিকুনা। চোটের জন্য ত্রিনিদাদ ও টোব্যাগোর দীর্ঘদেহী স্টপার শেষ দু’টি ম্যাচ মাঠে নামতে...
ক্লাব ফুটবলে বিদেশি না কমালে সুনীলের উত্তরসূরী পাওয়া যাবে নাঃ স্টিমাচ
ক্লাব ফুটবলে বিদেশির সংখ্যা না কমালে সুনীল ছেত্রীর উত্তরসূরি তুলে আনা যাবে না। ধারণা ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচের।
শুক্রবার মুম্বইয়ের কুপারেজ স্টেডিয়ামে...
ফাইনালের আগে ভারতীয় মহিলা দলের ওপেনারদের ভয়ে কাঁপছেন অজি বোলাররা
দ্য ব্রিজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় মহিলা দলের দুই ওপেনার শেফালী বর্মা এবং স্মৃতি মন্ধনার আছে বেধড়ক মার খেয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান...
আই লিগঃ ক্রোমাকে শেষমেষ ছেড়েই দিল ইস্টবেঙ্গল
দ্য ব্রিজ ডেস্কঃ ক্রোমাকে শেষ পর্যন্ত ছেড়েই দিল ইস্টবেঙ্গল। কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা আসার কথা জানার দিন থেকেই আশঙ্কা ছিল যে কোয়েস হয়ত অন্সুমানা...
মোহনবাগান প্রিয় দল বলেই গোল করে উৎসব করেননি কাতসুমি
ম্যাচের পর সারা মাঠ ঘুরে বেড়ালেন। দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। জাপানি স্টাইলে তাদের সামনে দাঁড়িয়ে কুর্নিশও করলেন। কিন্তু তার বেশি নয়। ২০১৫-র আই লিগ...